ভারতের নাগরিকত্ব মিলছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৫

ভারতের নাগরিকত্ব মিলছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের

o-INDIA-OCEAN-FLAG-facebook

সুরমা মেইলঃ অবশেষে ভারতের নাগরিকত্ব মিলছেধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের । ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে নাগরিকরা ভারতে প্রবেশ করেছিলেন, তাদের ভারতে অবস্থানের অনুমতি মিলছে।

মানবিক দিক বিবেচনা করে ধর্মীয় সংখ্যালঘুদের শাস্তি থেকে অব্যাহতি প্রদানের এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৈধ কাগজপত্র ছাড়া যারা ভারতে প্রবেশের পর দেশটিতে অবস্থান করছিলেন অথবা যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা সেখানে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এ পদক্ষেপ কার্যকর হবে। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টেটসম্যান ও ভারতের কয়েকটি বার্তা সংস্থা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com