ভারতের ন্যাশনাল মিউজিয়ামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

ভারতের ন্যাশনাল মিউজিয়ামের আগুন নিয়ন্ত্রণে

fire-1-580x395আন্তর্জাতিক ডেস্ক : টানা চার ঘণ্টা চেষ্টা চালানোর পর ভারতের নয়া দিল্লিতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় জাদুঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও ছয়জন দমকলকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে ওই জাদুঘরের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই আগুন ছড়িয়ে পড়লে আগুন নেভাতে কাজ শুরু করেন উদ্ধার কর্মীরা। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশটির পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদেকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আহত দমকলকর্মীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com