সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পুশইন ঠেকানো সম্ভব নয় বলে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আজ বা আগামীকাল দিল্লিকে আবারও চিঠি পাঠাবে ঢাকা।
মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘পুশইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে। এ সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।’
তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশি নাগরিক বলে দাবি করে কিছু ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে এবং বাংলাদেশ যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে কিছু লোককে গ্রহণ করেছে।
বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে হোসেন বলেন, প্রতিটি বিষয় পৃথকভাবে পরীক্ষা করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি জাতীয়তার প্রমাণ থাকলেই কেবল তাদের গ্রহণ করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বলেছি, এটা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে কিছু জট আছে। আমরা চেক করে দেখেছি, দীর্ঘদিন আগের তালিকা (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি) আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে, আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেকআপ করে অনেককে নিয়েছি।
এ সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতিক্রিয়া আছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের কোনো জবাব বা প্রতিক্রিয়া আমরা পাইনি। প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি