ভারতের বিপক্ষে গেইলের সেঞ্চুরি চান বিগ বি!

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬

ভারতের বিপক্ষে গেইলের সেঞ্চুরি চান  বিগ বি!

12936621_783859978380888_9137875198199289937_n

স্পোর্টস ডেস্ক: ভারতে ক্রিকেট-প্রেমী মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না। তার মাঝে আবার বলিউডের কম-বেশি সকলে ক্রিকেট খেলা নিয়ে মাতোয়ারা। বলিউদের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনও এর বাহিরে নয়। তিনিও ক্রিকেটের প্রতি আসক্ত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তানের ম্যাচে অমিতাভকে মাঠে দেখা যায়। এদিন তিনি সকল খেলোয়াড়ের সাথে জাতীয় সঙ্গীত পরিচালনা করেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার ভক্তের কোন অভাব নেই। তার ভক্তের তালিকায় আরেক নাম ক্রিস গেইল।

সামনে সেমি-ফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। তার আগে জানা গেল আরেকটি মজার খবর। অমিতাভ ও ক্রিস গেইল টুইটারের মাধ্যমে সংযুক্ত। ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান গেইল অমিতাভের ভক্ত। কাল তারা একসাথে রাতের খাবার গ্রহন করেছেন।

অমিতাফ বচ্চন টুইটারের মাধ্যমে নিজের বাসায় গেইলকে দাওয়াত করেন। গেইল সেই দাওয়াত গ্রহণ করে অমিতাভের বাসায় যান। তারপর তার ইন্সটাগ্রাম একাউন্টে তাদের একটি ছবি পোস্ট করেন।

গেইল তার পোস্টে অমিতাভকে ধন্যবাদ জানান এবং তিনি আর বলেন তাদের মাঝে সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা হয়েছে। সেমি-ফাইনালে গেইল যেন ১০০ রান করেন, কিন্তু জয়ের হাসি যেন ভারতের মুখে থাকে তা মজা করে অমিতাভ গেইলকে বলেন। জবাবে গেইল জানান, তার সেঞ্চুরির প্রয়োজন নেই, দল জিতলে তিনিও খুশি।–সুত্র: বলিউড লাইফ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com