ভারতের বিপক্ষে বড় ধরনের জয় পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৫

a0574544ce6b0608f2ea364c4af499d9-28

সুরমা মেইলঃ ভারতের বিপক্ষে বড় ধরনের জয় পেয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাঙ্গালীরা। বাংলাদেশের পক্ষে আমিন উদ্দিন সর্বোচ্চ ৪৫(৪৩)রান আউট এবং শাহরিয়ার শামীম ৫০ বলে ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া আলম খান ৩টি ও দ্রুপাম ২টি উইকেট নিয়েছেন।
প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয়রা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে। এর জবাবে বাংলাদেশ দল এক ওভার দুই বল হাতে রেখেই সহজ জয় তুলে নেই।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com