ভারতে ফের রেল দুর্ঘটনা, নিহত ২

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ফের রেল দুর্ঘটনা। দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর থেকে ৫০ কিলোমিটার দূরে রুরা ও মেথা স্টেশনের কাছে লাইনচ্যুত হলো শিয়ালদহ-আজমির এক্সপ্রেস।

দুর্ঘটনার জেরে শিয়ালদহ-আজমির এক্সপ্রেসের ১৫টি কামরা লাইনচ্যুত হয়ে যায়, যার মধ্যে ১৩টি স্লিপার ও দুটি সাধারণ কামরা রয়েছে। ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ঘটনাস্থলে নয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আহত হয়েছেন অন্তত ৪৩ জন, যাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ ব্যাপারে কানপুরের পুলিশপ্রধান (আইজি) জাকি আহমেদ জানিয়েছেন, ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর রাত ১১টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে ২৭ ডিসেম্বর ভোর ৫টায়। ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরে ভোরে কানপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় সেই শিয়ালদহ-আজমির এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে দিল্লি-হাওড়া রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওই  ভারতীয় রেলের তরফে রুটে ট্রেন স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় রেলের ওই শাখার সংশ্লিষ্ট জনসংযোগ কর্মকর্তা অনিল সাক্সেনা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ১৫টি কামরা লাইনচ্যুত হলেও ট্রেনটির প্রথম পাঁচটি ও শেষ তিনটি কামরা অক্ষত রয়েছে। ট্রেনের দুটি কামরা পাশের একটি শুকনো খালে পড়ে গেছে। ফলে দুর্ঘটনায় আহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, এরই মধ্যে এ রেল দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।

আজকের এই রেল দুর্ঘটনার মাসখানেক আগেই কানপুরের কাছে পুথরায়নে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় ১২১ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। ntv

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com