ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ

সিলেট :
ভারতের মহারাষ্ট্রে রাসূল (সা.)-কে নিয়ে জঘন্য কটূক্তির প্রতিবাদে এবং রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ রান সহ দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিয়ানীবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা শরীফুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ।

 

এ সময় বক্তারা বলেন,মুসলিমরা বিশ্বনবী সাঃ কে তাদের প্রাণের অধিক ভালোবাসে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অপমান মুসলমানরা কখনো মেনে নেবে না। বিগত দিনেও মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ। তাদের চরম মূল্য দিতে হবে।তারা মুসলমানদের কলিজায় আঘাত করেছে। রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

এছাড়াও বক্তারা মহানবী (সা.)–কে কটূক্তির প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

 

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল আওয়াল নাগপুরী, মাওলানা আব্দুশ শহীদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com