ভারতে ৯০০ সিলিন্ডার ফেটে বিস্ফোরণ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: ভারেতে কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামনি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। পরপর প্রায় ৯০০ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামনি। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের বিস্তীর্ণ এলাকা, যদিও বিস্ফোরণের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

এএনআই সূত্রে খবর, রোববার রাতে দুটি ট্রাক ও একটি বোলেরো গাড়িতে করে ওই সিলিন্ডারগুলো নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় তিনটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় বলে অনুমান। আগুনের লেলিহান শিখা মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায়।

ঘটনাস্থলে ছুটে আসেন ফয়ার সার্ভিস কর্মীরা। আগুন আয়ত্ত্বে এসেছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভসকর্মীরা আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছেন। হতাহতের কোনো খবর নেই।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com