সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভারত আক্রান্ত হলে তাদের পাশে থাকবে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে অংশ নিয়ে এ কথা জানান মন্ত্রী।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এই সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে। তাদের সহায়তায় বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে। বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলায়ও ভারত বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশ যখন যে সহযোগিতা চায়, ভারত তা দেয়। তাই ভারত যদি কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশ তাদের পাশে থাকবে।
বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান, যদি দেশ দুটির মধ্যে যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশের অবস্থান কী হবে এবং সীমান্ত নিয়ে বাংলাদেশের কী প্রস্তুতি রয়েছে?
জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পাকিস্তানের অবস্থান বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে। এই দুই দেশের কোনো সীমান্ত সংযোগ নেই। ৭১ সালে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন তাদের হাঁকডাকে কিছু যায়-আসে না।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তান কথা বলায় সার্ক সম্মেলনও বর্জন করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, যেকোনো সময়ের চেয়ে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে প্রত্যাশা অনুযায়ী সহায়তা দিয়ে আসছে।
ভারত-পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অবস্থান কী হবে- সে সম্পর্কে ভারতের সাংবাদিকরাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদেরও জানানো হয়েছে, ভারত আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ।
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যদের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং প্রধান তথ্য কর্মকতা এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি