ভারত থেকে ফেরার পথে ল্যাংরা জামাল আটক

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

ভারত থেকে ফেরার পথে ল্যাংরা জামাল আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশ পূর্বক ভারত থেকে ফেরার পথে জামাল হোসেন ওরফে ল্যাংরা জামালকে সীমান্তেই আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

 

জামাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লামাকাটার আব্দুল হাসেমের ছেলে। পেশাদার মাদক চোরাকারবারি হওয়ার সুবাধে জামাল ল্যাংরা জামাল হিসাবে সীমান্ত জুড়ে চোরাকারবারিদের নিকট পরিচিত।

 

২৮-বিজিবি সুনামগঞ্জের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

 

এরপুর্বে ব্যাটালিয়নের তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবির একটি টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১১৯২ এর এইট এস সাব পিলার সংলগ্ন ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে রবিবার দিবাগত রাত ২টার দিকে।

 

ওই সময় তার হেফাজত থেকে একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন সেট (দুটি সিমসহ) জব্দ করে বিজিবি টহল দল।

 

এরপর সোমবার আলামতসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দ্যা বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ সালের আইনে থাকা সংশ্লিস্ট ধারায় বিজিবি বাদী হয়ে জামালের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করেছে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com