ভার্থখলায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

ভার্থখলায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী শাহীনের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার রাতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব মাদক ব্যবসায়ী শাহীনের আস্তানায় অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে শাহীন পালিয়ে যায়। এ সময় আস্থানা থেকে ৬৫০ গ্রাম হেরোইন (অনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা), ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার দেশীয় মদ, সিম কার্ডসহ ১৯ টি মোবাইল সেট ও নগদ ২ লক্ষ টাকাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) সুজন চন্দ্র সরকার।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com