‘ভালবেসে দু’জনায়’ পপিকে বিয়ে করলেন জাহাঙ্গীর !

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

‘ভালবেসে দু’জনায়’ পপিকে বিয়ে করলেন জাহাঙ্গীর !

images (1)

বিনোদন ডেস্ক : দু’জনের মধ্যে প্রথম দেখাতেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ধীরে ধীরে এ সম্পর্ক আরও গভীর হয়। পরিবারের চোখকে ফাঁকি দিয়ে চলতে থাকে তাদের ভালোবাসা। আর সেই ভালোবাসা অবশেষে রুপ নেই বিয়েতে। জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করলেন চিত্র নায়িকা পপি। হ্যাঁ পাঠক ঠিকই পড়েছেন তবে গল্পটি বাস্ততে নয় পর্দায়।

একটি ত্রিভূজ প্রেমর গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ভালবাসা দু’জনায়’। রচনা ও পরিচালনায় ডি আর আরিফ। টেলিফিল্মে অভিনয় করেছেন, হাসান জাহাঙ্গীর, চিত্র নায়িকা পপি, লাক্স তারকা লামিয়া মিমো সহ আরো অনেকে।

গল্প কাহীনি নিয়ে বিডি টুয়েন্টিফোর লাইভকে হাসান জাহাঙ্গীর বলেন, পপি আর মিমো দুই বোন। পথের মধ্যে আমার পরিচয় হয় মিমোর সাথে। এক পর্যায়ে মিমোর মাধ্যমে দেখা মিলে পপির। ভালোলাগা থেকে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং সেই সম্পর্ক বিয়ে পযর্ন্ত গড়িয়ে যায়। তবে আমি গল্পটি নিয়ে অনেক আশাবাদী। যারা দেখবেন আমার মনে হয় একটু ব্যতিক্রম বিনোদন পাবেন গল্পটির মধ্যে।

‘ভালবাসা দু’জনায়’ আগামীকাল বিকেল ৪.৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com