ভালোবাসা দিবসে ‘নো অ্যানসার’

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

ভালোবাসা দিবসে ‘নো অ্যানসার’

No Answer

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘নো অ্যানসার’। সৈয়দ ইরফান উল্লাহর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন এবংপরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

আগামী ১৪ ফেব্রুয়ারি আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটকটির গল্পে দেখা যাবে, সায়েম একজন তরুণ নির্মাতা। সায়েমের প্রেমিকা সোহান। সায়েমের কাছ থেকে সোহান যতটা ভালোবাসা বা যত্ন চায়, সেটা সে পায় না। আর সে কারণেই তাদের সম্পর্কে চির ধরে। একপর্যায়ে সায়েমকে ছেড়ে চলে যায় সোহান। প্রথমে সায়েমের খুব একটা খারাপ লাগে না। সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। নতুন নতুন বন্ধু তৈরি করে, মেয়েদের সাথে ঘুরতে যায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সায়েমের মনে হয় তার জীবনে আসলে সোহানকেই দরকার।

শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে পরিচালক অমি বলেন, ‘নাটকটার জন্য নিশো ভাই অনেক খেটেছেন। একটা দৃশ্য ছিল যেটা ধারণ করার জন্য নিশো ভাইকে ১৩ তলার সানসেটে দাঁড়াতে হয়েছিল। খুবই ঝুঁকিপূর্ণ ছিল শটটা। কিন্তু নিশো ভাই দারুণভাবে সহযোগিতা করেছেন আর তাই ঠিকভাবে দৃশ্যটা নিতে পেরেছি আমরা। আশা করি দর্শকদের ভালো লাগবে নাটকটা।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com