ভাল নেই, এক মাসের বিশ্রামে মিঠুন চক্রবর্তী

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

ভাল নেই, এক মাসের বিশ্রামে মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক :: অসুস্থ হয়ে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন মিঠুন চক্রবর্তী। এমনটাই জানিয়েছে  তার ম্যানেজার।।

এ সম্পর্কে মিঠুনের ম্যানেজার বিজয় সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দাদা (মিঠুন) অসুস্থ এবং তিনি বর্তমানে মু্ম্বাইয়ে নেই। কমপক্ষে এক মাসের বিশ্রামে তিনি লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। দুই সপ্তাহ হলো তিনি সেখানে গেছেন এবং এ মাসের শেষে তিনি ফিরবেন।’

একবছর ধরে কোনো খবর নেই মিঠুন চক্রবর্তীর। তাকে ডান্স ইন্ডিয়া ডান্সেও দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছিল, অসুস্থতার জন্যই কাজ থেকে ছুটি নিয়েছেন মিঠুন। সেটি যে গুজব নয়, এবার তা জানালেন মিঠুনের ম্যানেজার।

আশির দশকে বলিউড কাঁপিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সময়ে সেরা ড্যান্সারও ছিলেন এ অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com