ভালই বুঝতে পারি অসুবিধা হবে না: সানি লিওন

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

ভালই বুঝতে পারি অসুবিধা হবে না: সানি লিওন

sunni lion

বিনোদন ডেস্ক : দুদিন পরেই মুক্তি পাচ্ছে সানির ‘মাস্তিজাদে’। মাস্তিজাদের প্রচারে এসে সানি বললেন, পাঞ্জাবি সিনেমার প্রতি তার আগ্রহের কথা।

ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী বলেন, বলিউডের পাশাপাশি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করতে চাই।পাঞ্জাবি পরিবারেই আমার জন্ম। ভাষাটা ভালই বুঝতে পারি। কিন্তু অভ্যেস না থাকায় ভাল বলতে পারি না। পাঞ্জাবি সিনেমার প্রস্তাব পেলে নিশ্চয়ই অভিনয় করব। তখন আর অসুবিধা হবে না।

এছাড়াও জানিয়েছেন নিজের কৈশরের কথা। ছাত্রী হিসেবে সাধারণ। কিন্তু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন সবসময়। বন্ধু মহলে তেমন পরিচিতিও ছিল না। সে কারণেই নাকি ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেরা একেবারেই পাত্তা দিতেন না।

সানি বলেন, কলেজে আমি ভিডিও এডিট করতাম। ফটোশপের কাজ করতাম। এমন অনেক কিছুতে নিজেকে ব্যস্ত রাখতাম যেটা ওই বয়সের অনেকেই করে না। তাই আমার বেশি বন্ধুও ছিল না। সে সময় ছেলেরা আমাকে একদম পাত্তা দিত না।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com