ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে, সিলেট শাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬

ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে, সিলেট শাবিতে মানববন্ধন

55018

সুরমা মেইল নিউজ : নাট্যকর্মী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে গলাকেটে হত্যার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ মার্চ) সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

নৃশংস এই হত্যাকান্ডের প্রতিবাদে দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দুইশতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। পরে মানববন্ধন শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মাহীদুল ইসলাম রাতুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল মাসুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, স্পোর্টস সাস্টের সভাপতি এম আর রাফি, শাবি ছাত্রফ্রন্ট নেতা সুদীপ্ত বিশ^াস বিভু, ইংরেজী বিভাগের শিক্ষার্থী সাগরিকা চৌধুরী, রিয়াজুল ফয়সাল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা বিচার চাই, বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহীনির অভনতি হয়েছে বলে এমটাই দাবী করেছেন বক্তারা। যে যেভাবেই এই অপরাধ সংগঠিত করুক না কেন ক্যান্টনমেন্ট কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। ক্যান্টনমেন্টের মতো জায়গা যেটা সার্বক্ষণিক নিরাপত্তাবেষ্টিত, একাধিক গোয়েন্দা সংস্থা, সামরিক অফিসারের আনাগোনা সে জায়গায় এ ধরনের ঘটনা আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ক্রুটিকেই তুলে ধরে। অতীতে বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও সামাজিক অবক্ষয় হয়েছে। যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হচ্ছে একইভাবে পাল্লা দিয়ে সমাজের অবক্ষয় হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় তনুকে। পরে রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তনুর মৃতদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com