ভিক্ষা চাওয়ায় মন্ত্রীর লাথি!

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫

ভিক্ষা চাওয়ায় মন্ত্রীর লাথি!
vikka
সুরমা মেইলঃ তিনি বদমেজাজি মন্ত্রী এটা সবাই জানেন। কিন্তু এবার ঘটালেন অবাক করা কাণ্ড। গাড়িতে উঠার সময় একটি ছোট্ট ছেলে তার কাছে ভিক্ষা চাইতে যায়। কিন্তু পরে ঘটলো “ভিক্ষা চাই না কুত্তা সামলা” এর মতো ঘটনা। ভিক্ষার পরিবর্তে ওই ছেলেটির কপালে জুটলো মন্ত্রীর লাথি আর মন্ত্রীর দেহরক্ষীদের ধাক্কা।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। আলোচিত ও সমালোচিত সেই মন্ত্রী হলেন রাজ্যের পশুপালন মন্ত্রী কুসুম মেহদেল।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, কুসুম মেহদেল রবিবার পান্না এলাকায় সফরে গিয়েছিলেন। ফেরার পথে এক কিশোর ভিক্ষুক মন্ত্রীর পায়ের কাছে মাথা ঠেকিয়ে ভিক্ষা চেয়েছিল। মন্ত্রী তার দিকে ভ্রুক্ষেপও করেননি। বরং পা দিয়ে ওই কিশোরকে সরিয়ে তিনি গাড়ির দিকে এগিয়ে যান। এসময় মন্ত্রীর দেহরক্ষীরা একরকম টেনে হিঁচড়ে ওই কিশোরকে সরিয়ে দেয়।

এর আগেও নিজের বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি করেছেন কুসুম মেহদেল। গত মার্চে রাজ্যের বন অধিদপ্তরকে প্রস্তাব দিয়েছিলেন, বাঘ-সিংহকে যেন গৃহপালিত পশু হিসেবে রাখার অনুমতি দেওয়া হয়। মে মাসে এয়ারকন্ডিশন বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কিট হাউজে অবস্থানের সময় মন্ত্রীর ঘুমের ব্যাঘাত হয়েছিল। সে জন্য দুই প্রকৌশলীকে বরখাস্ত করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com