ভিটামিন ‘এ’ মেশাতে মন্ত্রীর আল্টিমেটাম

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

ভিটামিন ‘এ’ মেশাতে মন্ত্রীর আল্টিমেটাম

সুরমা মেইল নিউজ : দেশে দু’একটি রিফাইনারি কোম্পানি ছাড়া অনেকেই ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ মেশাতে এগিয়ে এসেছে। কিন্তু যেসব রিফাইনারি কোম্পানি ভোজ্য তেলে এখনো ভিটামিন ‘এ’ নিশ্চিত করতে পারেনি তাদেরকে এ ব্যাপারে সক্রিয় হতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কোনোভাবেই ভিটামিন ‘এ’ ছাড়া ভোজ্য তেল বাজারজাত করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চরণ করেছেন মন্ত্রী।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর পুর্বানী হোটেলে বাংলাদেশে ভোজ্য তেল সমৃদ্ধকরণে রেগুলেটরি মনিটরিং বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় এ হুঁশিয়ারি দেন শিল্পমন্ত্রী। যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে শিল্পমন্ত্রণালয় ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)।

শিল্পমন্ত্রী বলেন, ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩ বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় স্বরাষ্ট্র ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পুরো রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইতোমধ্যে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘আমি যতক্ষণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি ততক্ষণ কাউকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। যেসব পণ্যে জীবনের ঝুঁকি থাকে, মানুষকে পঙ্গু করে দেয় সেসব পণ্য বাজারজাতকারীদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের পণ্য বাজারে থাকতে পারে  না। প্রয়োজনে তাদের নামে টিভি ও পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে- যাতে ক্রেতারা এসব প্রতিষ্ঠানের পণ্য না কিনে।

তিনি আরও বলেন, এটি দেশীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক। এটি বাস্তবায়নে দেশের সঙ্গে বিদেশি সংস্থাও কাজ করছে। ফলে বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হবে। তাই যেভাবেই হোক এ আইন বাস্তবায়ন করা হবে।

নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। কর্মশালায় দেশের ৩৫টির মত ভোজ্য তেল শোধনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেয়।

কর্মশালায় আলোচকরা জানান, ২০১১-১২ অর্থবছরের জরিপে দেখা গেছে, দেশে প্রতি ৫ জনের মধ্যে একজন শিশুর ভিটামিন ‘এ’-এর ঘাটতি আছে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক একরামুল হক, বাংলাদেশ ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক মো. লুৎফুর রহমান তরফদার ও নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লরেন্ট ইউমানস উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com