ভুত ধরেছে না হ্যাক হয়েছেন?

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

ভুত ধরেছে না হ্যাক হয়েছেন?

Manual1 Ad Code
download (9)বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক অ্যাকাউন্টকে আনফলো করা হচ্ছে। অথচ তিনি এর কিছুই জানেন না। এটা কেন বা কীভাবে হচ্ছে তিনি নিজেও বুঝে ওঠতে পারছেন না।
বিষয়টিতেও হৃত্বিক নিজেও অবাক। টুইটারের এ সমস্যা টুইট করেই জানিয়েছেন ভক্তদের। এ অলৌকিক ঘটনার পেছনে কোনো টুইটার ভুত জড়িত আছে কী না- সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন হৃত্বিক।
টুইটারে হৃত্বিক লেখেন, আমার অ্যাকাউন্ট থেকে একের পর এক অ্যাকাউন্টকে আনফলো করা হচ্ছে। এটা কী সত্যিই ঘটছে? আমার টুইটার অ্যাকাউন্টকে কী ভুত করছে না হ্যাক হয়েছে? টুইটার, কী হলো তোমার?
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code