সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেছেন, ফেসবুকে শুদ্ধ ইংরেজিকে বাংলায় ভুল লিখে জ্ঞানার্জন কিংবা উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব নয়। উচ্চ শিক্ষা অর্জন করতে হলে বই পড়তে হবে। কারণ শিক্ষা বা জ্ঞান কখনও লুট হয় না।
শনিবার বিকেলে সিঙ্গেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ-বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়া যাবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।
সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ-বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য হাফিজ আরব খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব (অব:) মোঃ মঈন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আসাদুল হক, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক এসএমএ সামাদ, ইউএনও অমিতাভ পরাগ তালুকদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী ও দুবাই প্রবাসী ইরন মিয়া।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র মো. আলী হোসেন।
অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন, শিক্ষানুরাগী মো. রজব আলী, খলিলুর রহমান, নিজাম উদ্দিন, আব্দুর রুপ, শ্যামল চৌধুরী, আব্দুল জব্বার, আবুল খায়ের, ইন্তাজ আলী, আব্দুল মুকিত, কাচা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি