ভেবে দেখেছেন, কেন বস্তুটিকে ‘মাউস’ বলা হয়?

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

ভেবে দেখেছেন, কেন বস্তুটিকে ‘মাউস’ বলা হয়?

STM_AFront_FY12_610x438সুরমা মেইল ডেস্ক : কম্পিউটারে কারসার নড়াচড়া করে যার ইশারায়, সেই বস্তুটির এমন অদ্ভুত নাম হল কেন? ইতিহাস এ ক্ষেত্রে অতীব সরল। বলে দেওয়া যায়, ইঁদুরের সঙ্গে এর প্রত্যক্ষ যোগ রয়েছে।

আজকাল ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। তবে একেবারে উধাও হয়নি। কম্পিউটারের সঙ্গে মাউসের যোগসূত্রস্থাপনকারী তারটি রয়ে গিয়েছে। প্রযুক্তি যে দিকে যাচ্ছে, তাতে খুব শিগগিরই তার উঠে যাবে, মাউস হয়ে যাবে ওয়্যারলেস।

কিন্তু তা-ই যদি হয় (এবং হবেই), তাহলে মাউস নামটিও যুক্তিযুক্তভাবে উঠে যাওয়া উচিত। কেননা, বস্তুটির এহেন নামকরণের নেপথ্যে রয়েছে ইঁদুরের লেজ! যে তারটি কম্পিউটারের সঙ্গে মাউসের যোগ করেছে, তা অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে। প্রথম কম্পিউটার মাউস তৈরির সময়েই ইঞ্জিনিয়াররা এই বিষয়টি খেয়াল করেছিলেন। তাঁদের মনে হয়েছিল (তখনও নামকরণ হয়নি), এই তারটি অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে। সেই থেকেই নাম হয়ে যায় মাউস।

তবে ওয়্যারলেস প্রযুক্তি আসার পরেও, নামটি কিন্তু অটুট থেকে গিয়েছে। ‘লেজ’ থাকুক বা ‘না-থাকুক’, এই বস্তুটি ইঁদুর হয়েই থেকে যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com