সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
রাতে শেষ বারের মত খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা এমারুল সহ সবাই ঘুমিয়ে ছিলেন কিন্তু বিধি বাম পরদিন সকালে ঘুম থেকে আর জাগাই হলনা ওই পরিবারের সদস্যদের। এক ভয়াবহ অগ্নিকান্ডে একে একে পরিবারের ৬ সদস্যই নিহত হলেন। এমনই এক মর্মস্পর্শী ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে থাকা একই পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), ও তাদের চার শিশু সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ হোসেন (৭), ফাতেমা বেগম (৫)ও ওমর ফারুক (৩)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত পরবর্তী সাড়ে ১২টার দিকে ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে। রাতে এক সাথে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুল সহ তার পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বসতঘরে আগুন লাগলে তারা আর ঘর থেকে বের হতে পারেনি। এক পর্যায়ে বসতঘরে আটকে পড়ে এমারুলসহ পরিবারে থাকা স্ত্রী, শিশু সন্তানই আগুনে পুড়ে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকান্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এমারুলসহ একই পরিবারের ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই বসতঘরে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিলো, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন।
(সুরমামেইল/এইচএসএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি