ভয় দেখিয়ে নোট বাতিল ইস্যুতে লড়াই থামানো যাবে না : মমতা

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

ভয় দেখিয়ে নোট বাতিল ইস্যুতে লড়াই থামানো যাবে না : মমতা

আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য ও লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি অর্থলগ্নি সংস্থায় অনিয়ম তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তলব করায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘লোকসভায় আমদের নেতাকে সিবিআই তিন বার ফোন করেছে। বিজেপি এ ধরনের প্রতিহিংসার রাজনীতি করছে। এ সব করে নোট বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াইকে থামানো যাবে না।’

মঙ্গলবার বিকেলে সিবিআইয়ের পক্ষ থেকে তিন বার ফোন করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বিষয়টি জানার পরেই মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বলেই সিবিআইকে দিয়ে ভয় দেখানোর কৌশল নিয়েছেন মোদি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমনিতেই তেমন বনিবনা নেই কেন্দ্রীয় সরকারের। রাজ্যের অধিকারে নাক গলিয়ে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে বলে মমতা আগে অভিযোগ করেছেন। সম্প্রতি নোট বাতিল ইস্যুতে তিনি রাজ্যের সীমানা অতিক্রম করে ভিন রাজ্যে গিয়েও প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছেন। সংসদে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সরকারকে কোণঠাসা করার কাজ করেছেন।

মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কাজকর্ম নিয়ে যখনই কেউ সোচ্চার হয়েছে, তখনই মোদি সরকার সিবিআই কিংবা আয়কর দপ্তরকে লাগিয়ে দিয়েছে। আন্দোলন ভাঙার জন্যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিজের ইচ্ছামতো কাজে লাগাচ্ছে মোদি সরকার।

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার মমতার ওইসব তৎপরতাকে মোটেও ভালোভাবে নেয়নি। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই বারবার ফোন করে তলব করায় মমতার এতদিনের অভিযোগ সত্য প্রমাণিত হচ্ছে কী না তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অবশ্য আগেও ডাক ও ইমেলের মাধ্যমে রোজভ্যালি নিয়ে তদন্তের স্বার্থে সিবিআই তলব করলেও সংসদীয় কাজে ব্যস্ততার ফলে তিনি তাতে সাড়া দেননি। আবারো ডাক ও ইমেলের পাশাপাশি ফোন করে আজ (বুধবার) অধবা আগামীকাল (বৃহস্পতিবার) সিবিআই দফতরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

সুদীপ বাবু অবশ্য বলেছেন, ‘আমি শুধু এমপি নই, রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য। ২২ ও ২৩ ডিসেম্বর আমাকে দিল্লিতে থাকতে হবে। তাই নিজের এই ব্যস্ততার কথা ওদের জানিয়ে দিয়েছি।’ অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিবিআইয়ের তলবে সাড়া দেবেন না তা খুব স্পষ্ট।

মমতার সুরে সুর মিলিয়ে সুদীপ বাবুও বলেছেন, ‘মমতাদি আগেই বলেছিলেন, তিনি নোট বাতিলের বিরোধিতা করায় কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডিকে তৃণমূলের পেছনে লাগিয়ে দেবে। ফলে, সিবিআই যা করছে, তা একেবারে অপ্রত্যাশিত নয়। রাজনৈতিকভাবে তৃণমূল এর মোকাবিলা করবে।’

তৃণমূল এক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পাশে পেয়েছে। তার মন্তব্য, ‘মোদিজি, সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধীদের মাথা নত করাতে পারবেন না।’

সারদা কেলেঙ্কারি বা রোজভ্যালি নিয়ে গত দেড় বছর ধরে তদন্ত থমকে থাকার পরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তৎপরতা শেষমেশ কোনদিকে গড়ায় আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের।#

পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com