মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৫

মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ
hortal
সুরমা মেইলঃ দুর্বৃত্তদের হামলায় একজন প্রকাশক নিহত এবং তিনজন লেখক-প্রকাশক আহত হওয়ার প্রতিবাদে আগামী মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ। এছাড়া সোমবার শোক দিবস পালনের ঘোষণাও দিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ রবিবার বিকালে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, প্রকাশক ও মুক্তিচিন্তার লেখকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে গণজাগরণ মঞ্চ। তবে, প্রশাসন যদি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে পারে, সেক্ষেত্রে আমাদের কর্মসূচি বিবেচনা করবো।
গতকাল শনিবার বিকালে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে শাহবাগে আজিজ সুপার মার্কেটে তার কার্যালয়ে ঢুকে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম  ও লেখক-গবেষক রণদীপম বসুকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠানে ঢুকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এর আগে বেশ কয়েকজন ব্লগার ও মুক্তমনা লেখককে হত্যা করা হয়, যার কোনো কূলকিনারা এখনও হয়নি।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com