সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট শহরতলী মেজরটিলায় সড়ক দুর্ঘটনায় শাহিন আহমদ (১২) নামের এক মাদরাসা ছাত্র নিহত ও চালকসহ ২০জন হয়েছেন। নিহত শাহিন আহমদ জামেয়া আরাবিয়া মারকাযুল উলূম মোহাম্মদপুর ইসলামপুর, মেজরটিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চামেলীবাগ মসজিদের সামনে বাস ও হিউম্যান হলারের সংঘর্ষে সে আহত হয়। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে চিকিৎসাধিন অবস্থায তার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান কফিল। এই ঘটনায় আহত বাকি ২০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। প্রত্যক্ষদর্শী একেএম ফয়েজ আহমদ জানান, বিকেলর দিকে তিনি ওসমানী হাসপাতালের গেইটে ছাত্রটিকে একা একটি গাড়িতে দেখতে পান। সে কোনো কথা বলতে পারছিল না। সেখানে আরও কিছু মানুষও জড়ো হন। তখন তারা লুঙ্গি সরিয়ে দেখেন তার পা ভেঙে গেছে। এরপর তাকে ওসমানীতে ভর্তি করে দিয়ে আসেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে যে গাড়িতে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে যাওয়ার পর বাকি আহতরা হাসপাতালে চলে যান। পা ভাঙার কারণে শাহিন ভেতরে যেতে পারেনি। সাথের আহত বা অন্য কেউ তাকে নেয়ওনি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি