মধ্যনগরের প্রথম উপজেলা চেয়ারম্যান রাজ্জাক ভুঁইয়া

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

মধ্যনগরের প্রথম উপজেলা চেয়ারম্যান রাজ্জাক ভুঁইয়া

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত চাকুরীজীবী মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া জয়ী হয়েছেন। এই উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

 

২৭টি কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৫৩ ভোট।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সাঈদুর রহমান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯১৭ ভোট।

 

নিকটতম প্রার্থীর চেয়ে আব্দু্র রাজ্জাত ২ হাজার ৯৩৬ ভোট বেশী পেয়ে বিজয় হয়েছেন বলে জানা যায়৷

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com