মধ্যনগরে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মধ্যনগরে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ-কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আইন উদ্দিন (১নং বংশীকুন্ডা উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি) ও একই উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে মোশারফ হোসেন (২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি)।

 

গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২০২৪ সালের ২৭ নভেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অন্তবর্তী সরকার পতনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঝ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এরপুর্বে গত সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মষেখলা বাজার থেকে যুবলীগ সভাপতি আইন উদ্দিন ও বিকেল ৫টার দিকে আটাইশা মাছিমপুর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।

 

তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com