সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন ও তার মিত্রদের হস্তক্ষেপ অন্যায় এবং ভুল পদক্ষেপ। এখন তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে আঞ্চলিক দেশগুলোকে।
ইরান সফররত বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে আজ (সোমবার) এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। আঞ্চলিক দেশগুলোতে চলমান দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য তিনি পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের আহ্বান জানান। ড. রুহানি আবারো সতর্ক করে বলেন, সন্ত্রাসবাদ বিস্তারের ফল শুধুমাত্র মধ্যপ্রাচ্যকে নয় বরং সারা বিশ্বের সব দেশকে ভোগ করতে হবে।
ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, “আমাদের অঞ্চলের দেশগুলো বর্তমানে সন্ত্রাসবাদ ও রক্তক্ষয়ী সহিংসতায় লিপ্ত কিন্তু শতাব্দির পর শতাব্দি ধরে এ অঞ্চলের নানা গোষ্ঠী ও বর্ণের লোকজন শান্তি এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে বসবাস করে আসছিল। কিন্তু প্রকৃতপক্ষে কিছু লোক যখন এ অঞ্চলে হস্তক্ষেপ করেছে ও বিভক্তির আগুন জ্বালিয়েছে তখন থেকে সে সম্প্রীতি চলে গেছে। সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে তারাই আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান দিচ্ছে।
বৈঠকে রুহানি আশা প্রকাশ করেন, ইরান ও বুলগেরিয়ার মধ্যকার সব ধরনের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে। এছাড়া, বন্ধুপ্রতীম দেশ হিসেবে বুলগেরিয়া ইউরোপ ও ইরানের মধ্যে প্রবেশদ্বার ও সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।
বৈঠকে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বরিসভ বলেন, তেহরান সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদারের বিষয়ে সোফিয়া প্রতিজ্ঞাবদ্ধ। ৫৫ কোটি জনগণের ইউরোপীয় বাজারে ইরানি পণ্যের জন্য তার দেশ প্রবেশদ্বার হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছে। একটি উঁচু পর্যায়ের আর্থ-রাজনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বরিসভ রোববার ইরান সফরে আসেন।
Design and developed by ওয়েব হোম বিডি