মনোনয়নপত্র সংগ্রহ করলেন বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বদরুজ্জামান সেলিম

Syl-Pic SALIM
সুরমা মেইল নিউজ : আগামী ৬ ফেব্রুয়ারি সিলেট মহানগর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য সোমবার বিকেল সাড়ে ৩ টায় সোবহানীঘাটস্থ নির্বাচনী কার্যালয় থেকে, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা দায়িত্ব প্রাপ্ত আহমদুস সামাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। মনোনয়ন সংগ্রহকালে তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি সিলেট মহানগর বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে সেই কাউন্সিলে নিঃসংকোচে যোগ্য পরীক্ষিত প্রার্থীকে বিজয়ী করুন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হন। তিনি আশা প্রকাশ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, পরিবর্তন, উন্নয়ন, নতুন ধারার রাজনীতি, ভোটাধিকার, গণতন্ত্র পূনরুদ্ধার ও আত্মানির্ভরশীল মর্যাদাবান একটি জাতি প্রতিষ্ঠার চলমান সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির বিজয় হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালেহ আহমদ খছরু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা মিলাদ আহমদ, ১৬ নং বিএনপির সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার আমিন, বিএনপি নেতা আশরাফ গাজী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাফেক মাহবুব, সাবেক সহ-সভাপতি শাহ সাইদুর রহমান হিরু, ওলিউর রহমান ড্যানি, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, নাসির উদ্দিন রহিম, আলী আকবর রাজন, মাহবুব আহমদ, নাহিদ আহমদ, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com