মরক্কোয় নির্বাচন : ক্ষমতাসীন ইসলামপন্থিদের জয়

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

মরক্কোয় নির্বাচন : ক্ষমতাসীন ইসলামপন্থিদের জয়

155706_1

আন্তর্জাতিক ডেস্ক :: মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ৯৯টি আসন পেয়ে জয়ী হয়েছে ক্ষমতাসীন ইসলামপন্থি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি)। তাদের প্রতিপক্ষ অথেনসিটি ও মর্ডারনিটি পার্টি জয় করেছে ৮০টি আসন। নির্বাচনে ৯০ ভাগ ভোট গণনা করা হয়েছে

পিজেডি দলের পক্ষ থেকে এই ফলাফলের পর জানান হয়, দ্বিতীয়বারের মত জনগণের সেবা করার সুযোগ পেয়ে তারা খুশি। এবার অর্থনৈতিক ও সামাজিক কাঠামো গত পরিবর্তনের জন্য কাজ করবে তারা।

২০১১ সালে সাংবিধানিক পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত এই মরক্কোর দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে দেশটির কনজারভেটিভ পার্টি হিসেবে পরিচিত ইস্তিকলাল ৩১টি আসন পেয়েছে।

উল্লেখ্য, পার্লামেন্টের মোট ৩০৫টি আসনের মধ্যে ৯০টি নারী আসন হিসেবে বরাদ্দ। এ ছাড়া অবশিষ্ট আসন গুলোর মধ্যে পিজেডি জয় করেছে ৯৯টি, অথেনসিটি ও মর্ডারনিটি পার্টি জয় করেছে ৮০টি, ইস্তিকলাল ৩১টি এবং অবশিষ্টগুলো অন্যান্য ছোট দলগুলো জয় করেছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com