মরার আগেই জানাযা প্রতিরোধের ঘোষনা

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬

মরার আগেই জানাযা প্রতিরোধের ঘোষনা

nejami

সুরমা মেইল নিউজ :মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে আপিলের চূড়ান্ত রায়ের পর, চকবাজারের প্যারেড ময়দানে তার সম্ভাব্য গায়েবানা জানাজা প্রতিরোধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম  বলেন, ‘আজ মানবতাবিরোধী অপরাধের আপিলের চূড়ান্ত রায়ে আলবদর কমাণ্ডার নিজামীর ফাঁসির রায় বহাল রাখায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে। কলেজ মাঠে (প্যারেড ময়দান) আর কোনো যুদ্ধাপরাধীর গায়েবানা জানাজা হতে দিবে না ছাত্রলীগ। এরকম কিছু করতে চাইলে আমরা তা প্রতিহত করবো। এতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার কলেজ প্রশাসনকেই নিতে হবে।’ উল্লেখ্য, জামায়াত-শিবিরের ঘাটি হিসেবে পরিচিত চকবাজারের প্যারেড মায়দানে ইতোপূর্বে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া সকল জামায়াত নেতাদের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com