মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১১

images

সুরমা মেইল নিউজ : রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ নিহত হয়েছে। এ ঘটনায় দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছে। তবে স্থানীয় সূত্র বলছে এ সংখ্যা আরও বাড়তে পারে। তাক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালে রাখা হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দু’টি বাসে মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com