মশা আপনাকেই বেশি কামড়ায়?

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

মশা আপনাকেই বেশি কামড়ায়?

লাইফস্টাইল ডেস্ক :
দিন দিন বাড়ছে মশা, বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। তবে, অনেকেই বলছেন যে, আশেপাশে অনেক মানুষ থাকলেও মশা শুধু একজনকেই কামড়ায়। এর পেছনেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

 

নিউইয়র্কের স্নায়ুজীববিদ্যার গবেষক লেসলি ভসহলের গবেষণা থেকে জানা যায়, কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে, যা মশাকে আকৃষ্ট করে। সারা জীবনই সেই উপাদানগুলো ত্বকে পাওয়া যায়। তাই চিরকালই মশারা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়।

 

বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। ৬৪ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষাটি করা হয়। গবেষকরা বলছেন, স্বেচ্ছাসেবকদের বিভিন্নরকম সাজিয়ে এডিস ইজিপ্টাই মশার সামনে নিয়েছেন তারা। দেখা গিয়েছে, বিশেষ কয়েকজন ব্যক্তির দিকে মশা প্রায় একশগুণ বেশি আকৃষ্ট হয়েছে। বেশ কয়েক বছর ধরে পরীক্ষা করার পরেও একই রয়ে গিয়েছে ফলাফল। কিন্তু কেন ঘটে এমনটা?

 

গবেষকদের দাবি, যাদের মশা বেশি কামড়াচ্ছে তাদের ত্বকে কিছু বিশেষ ধরনের অ্যাসিড ক্ষরিত হয়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এই অ্যাসিডগুলো খুবই গুরুত্বপূর্ণ। ত্বক ভেদে বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন হারে এই উপাদানগুলো ক্ষরিত হয়। ত্বকে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া এই অ্যাসিড থেকে উৎপাদিত ‘পিচ্ছিল’ কণাগুলোর উপর নির্ভর করে বেঁচে থাকে। মানুষের গায়ের গন্ধও কিছুটা এই উপাদানের উপর নির্ভর করে।

 

বিজ্ঞানীদের ধারণা, এই উপাদানের প্রতিই আকৃষ্ট হয় মশা। এই অ্যাসিডগুলো ত্বকের স্বাভাবিক উপাদান, তাই জোর করে এই উপাদানগুলো দেহ থেকে দূর করতে গেলে ত্বকের ক্ষতি হতে পারে। ফলে মশার কামড় থেকে বাঁচার উপায় নেই।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com