সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগিরি শহরের এক মসজিদে দুই নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মসজিদের অন্তত ২২ মুসল্লি নিহত হয়েছে। বুধবার ফজরের নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটেছে।
রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আব্দুল মোহাম্মেদ বার্তা সংস্থা এপিকে বলেন, বুধবার ভোরের ওই বিস্ফোরণে আরো ১৭ মুসল্লি আহত হয়েছে। বেসামরিক আত্মরক্ষা কমিটির সমন্বয়ক আব্বা আজি জানান, মসজিদের ভেতরে এক বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এছাড়া বিস্ফোরণে আহতদের পালিয়ে যাওয়ার সময় মসজিদের বাইরে দ্বিতীয় হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শক্তিশালী ঘাঁটি এই মাইদুগুরিতে। নাইজেরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী এই জঙ্গিগোষ্ঠী।
Design and developed by ওয়েব হোম বিডি