মহাঅষ্টমী ও কুমারীপূজা আজ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

মহাঅষ্টমী ও কুমারীপূজা আজ

image_1344_204935

সুরমা মেইল নিউজ :: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। দুর্গতিনাশিনী দেবী দুর্গা মহাঅষ্টমী তিথিতে নবরূপে ধরায় অধিষ্ঠিত হন। স্বর্গ থেকে পৃথিবীতে অধিষ্ঠিত দেবীকে নানা উপাচারে আরাধনা করে সব অনাচার আর সংকট মোচন এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করেন ভক্তরা।

আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে দুর্গার মহাঅষ্টমী বিহিতপূজা, কল্পরম্ভ। ৮টা ৪১ মিনিট থেকে ৯টা ২৮ মিনিট পর্যন্ত সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। ৯টা ৩০ মিনিট থেকে প্রতিটি মন্দির ও পূজাম-পে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠিত হবে। যেসব মন্দিরে উৎসবমুখর মানুষের উপস্থিতি বেশি থাকবে সেব পূজাম-পে দফায় দফায় অঞ্জলি প্রদান অনুষ্ঠান চলছে। অঞ্জলি প্রদান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মহাস্নান হয়। আজো নগরীর বিভিন্ন মন্দির ও পূজাম-প প্রাঙ্গণে ভক্তিমূলক গান, পদাবলি কীর্তন, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ কুমারীপূজা : আজ দুর্গোৎসবের মহাঅষ্টমীতে নগরীসহ বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনে জাঁকজমকপূর্ণভাবে ‘কুমারীপূজা’ অনুষ্ঠিত হয়।

কুমারীপূজা ছাড়াও আজ রামকৃষ্ণ মিশনে হাজারো পূজারি ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com