বুধবার মহানগরীর যেসব এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

বুধবার মহানগরীর যেসব এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার (৫ নভেম্বর) সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘন্টা সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

Manual4 Ad Code

নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code