মহানগরীর গণকবর সংস্কার করবে সিসিক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

মহানগরীর গণকবর সংস্কার করবে সিসিক

সুরমা মেইল ডেস্ক :: সিলেট মহানগর এলাকার সকল গণকবর পর্যায়ক্রমে সংস্কার করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এমনটাই জানিয়েছেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের দাবীর প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চলাকালে মুক্তিযোদ্ধারা এই দাবি জানালে তিনি এই ঘোষণা দেন।

সিলেটের মানিকপীর (রহ.) গোরস্থানের সুবিধাজনক একটি স্থান মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ রাখা এবং উপশহরের ‘লেক’ সংষ্কারপূর্বক তা ‘মুক্তিযোদ্ধা লেক’ নামকরণের দাবীও সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনাপূর্বক পূরণের আশ্বাস দেন এনামুল হাবীব।

শুক্রবার সিসিক’র অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ২৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

অনুষ্ঠানে এনামুল হাবীব বলেন, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা, যাদের কল্যাণে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র, অর্জণ করেছি গৌরবৌজ্জল বিজয়-জাতির সেইসব শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দিতে পেরে সিলেট সিটি কর্পোরেশন গর্ব অনুভব করছে।

এ সময় তিনি বলেন, স্বল্পসংখ্যক মুক্তিযোদ্ধা যারা এখনও বেঁচে আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের আর্থিক, সামাজিক ও মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে।

এনামুল হাবীব আরও বলেন, আমার কাছে সবচাইতে শ্রদ্ধেয়জন হচ্ছেন-শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের বিরল সম্মান কেউ কোনদিন ছিনিয়ে নিতে পারবে না। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে সবসময় থাকবে সিলেট সিটি কর্পোরেশন।

প্রতিবছর সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, ‘সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধারা যেকোন কাজে গেলে ভালো সেবা ও বিনয়ী আচরণ পেয়ে থাকেন। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফসহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সিলেট সিটি কর্পোরেশন সারাদেশের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিটি কাউন্সিলর আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, বীর মুক্তিযোদ্ধা সুধীর রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন সংরক্ষিত ৬ আসনের কাউন্সিলর শাহানারা বেগম। সিলেট সিটি কর্পোরেশনের এ্যাসেসর চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন কয়ছর রহমান এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমানসহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com