সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ছেলের সামনেই পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের পুনের ব্যবসায়ী দত্ত ফুজকে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ৪৮ বছর বয়সি দত্ত ফুজ ‘স্বর্ণ মানব’ নামে পরিচিত ছিলেন।
দত্ত ফুজ পিমপ্রি-চিঞ্চওয়াদ এলাকার ব্যবসায়ী। তার প্রধান ব্যবসা টাকা ধার দেয়া। ২০১২ সালে সাড়ে তিন কেজি ওজনের এবং ১.২৭ কোটি রুপি মূল্যের একটি স্বর্ণের শার্ট কিনে তিনি আলোচনায় এসেছিলেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে দিঘি এলাকায় একটি ফাঁকা জায়গায় প্রায় ১২ জন ব্যক্তি তাকে আক্রমণ করে। এ সময় তিনি গাড়িতে ছিলেন। দুষ্কৃতিকারীরা তাকে গাড়ি থেকে নামিয়ে শিকল দিয়ে বাঁধে। তারপর পাথর এবং ধারালো অস্ত্র দিয়ে ছেলের সামনেই তাকে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকারীরা তার ছেলেকে ছেড়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।
ব্যবসায়ীক কোন্দলের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে দিঘি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর নবনাথ ঘোগরে বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্দেহভাজন একজন ফুজ এবং তার ছেলেকে জন্মদিনের দাওয়াত দিয়েছিল। তারা পূর্ব পরিচিত। আমরা বের করার চেষ্টা করছি ফুজ কীভাবে ওই ফাঁকা স্থানে গিয়েছিলেন।
সাধারণত দেহরক্ষী নিয়ে চলাচল করেন তিনি। কিন্তু এদিন তার সঙ্গে কোনো দেহরক্ষী ছিল না। এ বিষয়টি নিয়েও তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি