মাইটিভির হেড অফ নিউজে যোগ দিলেন এম এ কাদের

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

মাইটিভির হেড অফ নিউজে যোগ দিলেন এম এ কাদের

নিজস্ব প্রতিবেদক :
মাইটিভির হেড অফ নিউজ হিসেবে যোগ দিয়েছেন হবিগঞ্জের মাধবপুরের এম এ কাদের। গত ৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) হেড অব নিউজ হিসেবে যোগ দেন তিনি।

 

এম এ কাদের দীর্ঘ বছর যাবত মিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে বেশ অভিজ্ঞতার সাথে কাজ করে আসছেন। তিনি দেশের বিভিন্নসপত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, নিউজ এডিটর ও নির্বাহী সম্পাদক পদে সততার সাথে দায়িত্ব পালন করছেন এবং ব্যবস্হাপনা সম্পাদক পদে দীর্ঘ ৮ বছর ধরে দায়িত্ব পালনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া মাইটিভিতে টানা ৬ বছর রিপোর্টিং-এ কাজ করেছেন।

 

এবার মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিলকিস জাহানের অধিনে হেড অফ নিউজ হিসেবে যোগদান করেন৷

 

মাইটিভি লিমিটেড নতুন মাত্রায় সম্প্রচার শুরু করার লক্ষ্যে নিয়োগ প্রকাশ করায় উক্ত পদে আবেদন করেন এম এ কাদের। আবেদনের প্রেক্ষিতে হেড অফ নিউজ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেছেন৷

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com