মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২ আহত ১০

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২ আহত ১০

ad5_7

সুরমা মেইল নিউজ : ঢাকা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধরার দুপুর সাড়ে  ১২টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কেয়টখালী গ্রামের শহিদুল (৩৪) ও সিরাজদিখান ঘোড়ামারা  গ্রামের সীমান্ত (১৬)। লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নেওয়া হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীনগর থানা পুলিশের ওসি সাহিদুর রহমান জানান, ঢাকা থেকে মাওয়াগামী আপন পরিবহনের একটি বাস হাঁসাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com