সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে ঢাকামুখী পাথরবোঝাই ট্রাক ও সিলেটমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৪০), কারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম (৩৫) ও তাঁর ছেলে আয়ান (৭) এবং একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা (৪০)। এর মধ্যে শামীমা ও সায়মা আপন দুই বোন। গুরুতর আহতরা হলেন, জাহিদ হাসান ও তার অপর ছেলে।
জানা গেছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেটকার যোগে সিলেট আসছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শামীমা ইয়াসমিন ও সোহেল ভূঁইয়া মারা যান। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আর সায়মা আক্তার ইতি ও আয়ানকে গুরুতর আহত অবস্থায় সিলেট পেরাডাইস মেডিকেল কমপ্লেক্স প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। তাঁদের পরিবার চাচ্ছে, যেহেতু এটা সড়ক দুর্ঘটনা সেহেতু ময়নাতদন্ত ছাড়াই দাফন করবে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। আর আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
(সুরমামেইল/এমএনআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি