মাঝরাতে আমিরের বাড়িতে বেবিডল

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

মাঝরাতে আমিরের বাড়িতে বেবিডল

Manual2 Ad Code

images (2)

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : আমিরের বাড়ির সামনে হঠাৎ মাঝরাতে দাঁড়াল একটি গাড়ি। নেমে এলেন সানি। সোজা চলে গেলে বাড়ির ভেতরে। অন্য কোনও কারণ নয়, সম্প্রতি নিজের বাড়িতে এক জলসার আয়োজন করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানে নিমন্ত্রিত ছিলেন লিওন। তবে শুধু একা বেবিডল নয়। অতিথির তালিকায় ছিলেন স্বামী ড্যানিয়েল ও সানির ভাইও। আমিরের নেমন্তন্ন পেয়ে বেজায় খুশি লিওন। প্রথম সাক্ষাৎকারে আমিরের সঙ্গে ছবি করার ইচ্ছাও প্রকাশ করেন নায়িকা। কিছুদিন আগে সানির সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন আমির খান। অনেকে মনে করছেন এই সাক্ষাতের পিছনে হতে পারে লিওন-আমির জুটির কোন খবর। আপাতত ‘রইস’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম নম্বর করতে দেখা যাবে লিওনকে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code