মাটি খুঁড়ে ৪১হাজার গুলি উদ্ধার

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬

মাটি খুঁড়ে ৪১হাজার গুলি উদ্ধার

guli

সুরমা মেইল নিউজ : নালিতাবাড়ি সীমান্তে পাহাড়ি এলাকায় মাটি খুঁড়ে এসএমজি ও এলএমজির প্রায় ৪১ হাজার গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫ সদস্যরা। সোমবার সকাল ৮টার দিকে ভুরুঙ্গা কালাপানি এলাকায় শুরু হয় র‌্যাবের ওই অভিযান। দুপুরের দিকে এসব গুলি উদ্ধার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনো অব্যহত আছে। দুপুর ১২ পর্যন্ত প্রথম দফায় এসএমজি ও এলএমজির ২২ হাজারের বেশি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ। তবে কারা এসব গুলি কী উদ্দেশ্যে রেখেছে তা জানাতে পারেননি পুলিশ সুপার।

অভিযানে ২২ হাজার মেশিন গানের গুলি, এলএমজির ১৭ হাজার গুলি, বিমান বিধ্বংসী (এন্টি এয়ারক্রাফট) দুই হাজার গুলি, ম্যাগাজিন ৩৭টি, ওয়াকিটকি ৬টি, বন্দুক পরিষ্কারের যন্ত্র ৮টি, ১২ ভোল্টের ওয়ারলেস চার্জার ২টি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com