মাঠেই পড়ে গেলেন ক্যামেরুন ফুটবলার, হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

মাঠেই পড়ে গেলেন ক্যামেরুন ফুটবলার, হাসপাতালে মৃত্যু

download

স্পোর্টস ডেস্ক : প্যাট্রিক একেং। বয়স ২৬ বছর। ক্যামেরুনের তারকা মিডফিল্ডার। খেলছিলেন রোমানিয়ান লিগে ডায়নামো বুখারেস্টের হয়ে ভিটরুল কনস্টানটারের বিপক্ষে। ম্যাচের ৭০ মিনিটে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন মিডফিল্ডার প্যাট্রিক একেং। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। ২ ঘণ্টা পর সেখানেই মৃত্যুর কবলে ঢলে পড়লেন এই ফুটবলার। পরে জানা গেছে- হৃদরোগে আক্রান্ত হয়েই না ফেরার দেশে চলে গেলেন প্যাট্রিক। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। প্যাট্রিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। তার সাবেক ক্লাব করডোবার ওয়েবসাইটে টুইট করা হয়েছে এভাবে, প্যাট্রিকের এমন মৃত্যুতে আমরা শোক প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না!

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com