মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার : বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার : বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি :
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবি-৫৫ আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এ সময় মাহবুব আলী বলেন, সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এতে স্বাগত বক্তব্য দেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী।

 

২০১৯ সাল থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন সীমান্ত থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ কোটি ২৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

 

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিচার বিভাগের সদস্য, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com