সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ২১, ২০২৩
ছবি প্রতীকী
নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় ‘দৈনিক জনবানী’ ও ‘একুশে সংবাদ অনলাইন’ পত্রিকার সাংবাদিক মো. মেছবাহুল আলমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়েছে স্থানীয় মাদক সেবীরা।
শনিবার (২০ মে) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া মাওলানা পাড়া এলাকায় তিনজন মাদকসেবী প্রকাশ্যে মাদরাসা মাঠে মাদক সেবন করতে থাকে। প্রকাশ্য মাদক সেবন করতে মাদকসেবীদের বাধা দিলে তারা সাংবাদিকের উপর উত্তেজিত হয় এবং বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে।
এ ঘটনায় মাদক সেবীদের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
স্থানীয় মাদক সেবীরা হলো- এলাকার শাহজাহান আলীর ছেলে মফিজুল ইসলাম (১৯), আনার হোসেনের ছেলে মফিজুল ইসলাম (১৯) ও গোলাম রব্বানীর ছেলে রুহুল আমিন (২১)।
এ বিষয়ে সাংবাদিক মোঃ মেছবাহুল আলম বলেন, তারা দীর্ঘদিন থেকে মাদক সেবনের সাথে জড়িত। আমি একজন সচেতন নাগরিক হিসাবে প্রকাশ্যে এবং ধর্মীয় প্রতিষ্ঠান মাদরাসার মাঠের মধ্যে মাদক সেবন না করার জন্যে তাদেরকে নিষেধ করি। এরপরই তারা আমার উপর উত্তেজিত হয়। আমাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দেয়। উক্ত বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে ভূরুঙ্গামারী থানার ওসিকে অবগত করি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মূলত; মাদক সেবী। আমিও তাদেরকে অনেক সতর্ক করেছি, কিন্তু তারা নিষেধ মানেনি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সাংবাদিক মেছবাহুল আলমকে হুমকি দেওয়ার ঘটনা একটি জিডি হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মাদকসেবীরা সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় ও সকল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এবং উক্ত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
(সুরমামেইল/এমএইচ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি