সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা কখনও জঙ্গি হয় না, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর মিজান ময়দানে পুলিশ প্রশাসন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। শহীদুল হক বলেন, আগে মনে করা হতো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ইংলিশ মিডিয়াম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসব হচ্ছে। জঙ্গিরা যে বিধর্মী হত্যা করছে শুধু তাই নয়া, তারা মাওলানাকে হত্যা করছে, পীর আউলিয়াকে হত্যা করছে। মসজিদে, ঈদগাহে যারা হামলা করছে তাদেরকে মানুষের শত্রু বলে অভিহিত করেন তিনি।
ইমাম ও আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিএনপি নেতাদের নাম উল্লেখ না করে আইজিপি বলেন, দেশে জঙ্গি হামলা হলে সরকার বিপাকে পড়বে, আপনারা খুশি হবেন- এটা ঠিক নয়। জঙ্গিবাদ কোনো দলের সমস্যা নয়। এটা পুরো দেশের সমস্যা। সবাই মিলে একে মোকাবেলা করতে হবে।
আইজিপি আরো বলেন, মানুষ হত্যা করে কেউ বেহেস্তে যাবে- এমন কথা স্বপ্নেও ভেবো না। তিনি বলেন, ফেনীর মানুষ খুবই সচেতন। এখানে কোনো জঙ্গির ঠাঁই হতে পারে না।
সুত্র : অনলাইন।
Design and developed by ওয়েব হোম বিডি