সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ত্রাস আন্তজেলা ডাকাত দলের সদস্য দুর্ধর্ষ ডাকাত সহোদরকে জনতার সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকেলে পুলিশ ঘোনাপাড়া হাওর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল উপজেলার ধলগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে জামাল মিয়া (৩২) ও রুবেল (২০)।
গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম সহ একদল পুলিশ ঘোনাপাড়া এলাকায় অভিযান চালালে দুই সহোদর হাওরে নেমে যায়। তখন জনতার সহযোগিতায় হাওর থেকে তাদের গ্রেফতার করা হয়। দূর্ধষ ডাকাত জামালের বিরুদ্ধে ৬ টি গ্রেফতারী পরোয়ানা সহ বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। জামাল ও তার ভাইয়ের ভয়ে দক্ষিন মাধবপুরবাসী আতংকে ছিল। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি