মাধবপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

মাধবপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত

imagesসুরম মেইল নিউজ : হবিগঞ্জ জেলার মাধবপুর ২নং চৌমুহনী ইউনিয়নে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের কারণে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর সোয়া ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আলী ফরহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- দুপুরের দিকে ওই কেন্দ্রে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থক ও আওয়ামী লীগ প্রার্থী আপন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাই এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com