মাধবপুরে চার শিশুকে বেঁধে নির্যাতন, বাবা-ছেলেসহ ৩ জন কারাগারে

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

মাধবপুরে চার শিশুকে বেঁধে নির্যাতন, বাবা-ছেলেসহ ৩ জন কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় বসে খেলা করার অপরাধে চার শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সোমবার (২৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে রোববার (২৮ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের অটোরিকশাচালক আক্তার হোসেন (৩৭), তার বাবা আব্দুল হক (৬০) ও সালিশকারী আসাদ আলী (৭০)। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।



পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন স্থানীয় বাজারে সিএনজিচালিত অটোরিকশা রেখে বাড়িতে যান। এসময় ওই গ্রামের চার শিশু অটোরিকশায় উঠে খেলা করে। সিএনজিচালক আক্তার বাড়ি থেকে এসে ওই শিশুদের গাড়িতে পেয়ে তার অটোরিকশার ক্ষতি হয়েছে অভিযোগ করে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

নির্যাতনের শিকার চার শিশু।


শিশুদের চিৎকারে তাদের অভিভাবকরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে ভিডিও ধারণ করার সময় তাদের মারধর করা হয়। অটোরিকশা নষ্ট করার অভিযোগ এনে গ্রাম্য শালিসে চার শিশুর অভিভাবককে উল্টো দুই হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে নির্যাতনের দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে।

 

খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে অভিযান শুরু করে। দিনভর অভিযান চালিয়ে রোববার (২৮ মে) রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এক শিশুর অভিভাবক আনোয়ার আলী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুদের বেঁধে নির্যাতনের মূলহোতাসহ তিনজনকে রোববার রাতেই গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com